বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

একটু বৃষ্টিতেই হাঁটুপানি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

একটু বৃষ্টিতেই হাঁটুপানি

বৃষ্টিতে গতকাল সিলেটের পাটানটুলা এলাকা -বাংলাদেশ প্রতিদিন

সিলেটে এক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোনো স্থানে কোমরসমান। জলাবদ্ধতায় নাকাল হতে হয়েছে নগরের বৃহদাংশের মানুষকে। তবে এ দুর্ভোগকে ‘উন্নয়নের ভোগান্তি’ হিসেবে দাবি করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরের বিভিন্ন স্থানে রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় টানা বৃষ্টিতে সাময়িক এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে প্রায় এক ঘণ্টা টানা বৃষ্টি হয়। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে নগরের সুবিদবাজার, লাভলি রোড, পশ্চিম পাঠানটুলা, বনকলাপাড়া, মদিনা মার্কেট, জিন্দাবাজার, হাওয়াপাড়া, দাড়িয়াপাড়া, সওদাগরটুলা, সেনপাড়া, উপশহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে। অনেকের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যায় পানি। ফলে বিকাল থেকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। পাঠানটুলায় গিয়ে দেখা যায় সিলেট-সুনামগঞ্জ সড়ক হাঁটুপানিতে তলিয়ে আছে। তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে চলাচল করছে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, রিকশা। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে রিকশা চলতে দেখা গেছে। কয়েকটি স্থানে তলিয়ে যাওয়া রাস্তায় রিকশা উল্টে দুর্ঘটনাও ঘটেছে।

সর্বশেষ খবর