বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

ধর্ষিত মায়ের সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র

ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবু বক্কর ছিদ্দিককে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল দুপুরে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকার বাসিন্দা। রায়ে আরও বলা হয়, ধর্ষণে জন্মগ্রহণকারী শিশু পুত্র মো. কাওছার তার মায়ের তত্ত্বাবধানে থাকবে। তার ভরণ-পোষণের ব্যয় ২১ বছর পূর্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্র বহন করবে। তবে রাষ্ট্রকে তার ভরণ-পোষণ নির্ধারণ করে দ-প্রাপ্ত আসামির অর্জিত সম্পদ থেকে আদায়ের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শিশুটি তার মা অথবা বাবা কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার রাখে বলে রায়ে উল্লেখ রয়েছে। জানা যায়, ২০০৫ সালের ১৩ মে বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকার আবু বক্কর সিদ্দিক একই এলাকার এক নারীকে ধর্ষণ করেন।

সর্বশেষ খবর