শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

চিনির সঙ্গে রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে আখ ছাড়াই চিনির সঙ্গে ময়দা, ভুট্টার গুড়া, হাইড্রোজ, সোডা, ফিটকারি ও ক্ষতিকর রঙসহ নানা রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। এ সব গুড় স্থানীয় হাট-বাজারসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। জানা যায়, মহাদেবপুর উপজেলার মোমিনপুর গ্রামের আব্দুল আজিজ নামে এক ব্যক্তি নিজ বাড়িতে ১৫ বছর ধরে নকল গুড়ের কারখানা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কারখানামালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল বলেন, ক্ষতিকারক উপকরণ দিয়ে তৈরি গুড় খাওয়ার ফলে মরণব্যাধি ক্যান্সার, কিডনি ড্যামেজ, লিভারে পচনসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক হাসান আল-মারুফ বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ইউএনও আসমা খাতুন বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে কারখানা বন্ধসহ নকল গুড় উৎপাদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর