শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জে পাহাড়ি ঢল প্লাবিত নিম্নাঞ্চল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পাহাড়ি ঢল প্লাবিত নিম্নাঞ্চল

সুনামগঞ্জে গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীগুলোতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। সেসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১৫ মিলিমিটার। এদিকে, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর এলাকার নবীনগর, কাজির পয়েন্ট, তেঘরিয়াঘাটসহ কয়েকটি নিচু এলাকাও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।  জেলা ত্রাণ ও দুর্যোগ পুনবার্সন কর্মকর্তা ফরিদুল হক বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণের খবর এখনো পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণপূর্বক তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর