শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

১৪৮ বন্যপ্রাণী উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ১৪৮ বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্লাহ আল সাদিকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ফতুল্লার ডিআইটি মাঠ পাখির হাট, শহরের চাষাঢ়া ও বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় পাখির দোকানে অভিযান চালিয়ে এসব প্রাণী উদ্ধার করা হয়। অভিযানে টিয়া, ময়না, শারলি হাঁস, মুনিয়া, কালিম, ঘুঘু, দেশীয় পাখি, বানর, কচ্ছপসহ ১৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। বন্য প্রাণীগুলো উন্মুক্ত জলাশয় কিংবা বনে অবমুক্ত করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর