রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

তীব্র গরমে ক্লাস ছেড়ে গাছতলায় পাঠদান

মেহেরপুর প্রতিনিধি

তীব্র গরমে ক্লাস ছেড়ে গাছতলায় পাঠদান

মেহেরপুরের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে গাছতলায় পাঠদান

মেহেরপুরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় বাড়ছে রোদের তাপ। গত বৃহস্পতিবার দুপুরে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একদিকে তীব্র গরম অন্যদিকে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে নেমে আসছে গাছতলায়। শিক্ষকরাও অনেকটা বাধ্য হয়ে গাছের নিচে চালাচ্ছেন পাঠদান কার্যক্রম। মেহেরপুরের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চোখে পড়ে এমন দৃশ্য।

চতুর্থ শ্রেণির ছাত্রী পারভিন আক্তার জানায়, ক্লাসরুমের চেয়ে গাছের তলায় আরাম। এখানে গরম লাগে না বরং ঠা-া বাতাসের পরশ পাওয়া যায়। ফলে ক্লাস করতে ভালো লাগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, শিক্ষার্থীদের কোনোভাবেই ক্লাসে নেওয়া যাচ্ছে না। প্রথমে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ক্লাস থেকে বেরিয়ে এসে গাছের তলায় বসে ক্লাস করতে চায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গাছতলায় ক্লাস নেওয়া শুরু করি। পরে অন্য ক্লাসগুলো গাছের তলায় নেওয়ার সিদ্ধান্ত নিই। ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পথ নেই। এতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্বস্তিতে পাঠগ্রহণ ও দান করতে পারছেন। তীব্র গরম, সঙ্গে লোডশেডিং-সব মিলিয়ে বাচ্চারা ক্লাসে থাকতে চাচ্ছে না। গরমের কারণে স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও অনেক কম। মেহেরপুরের বেশির ভাগ স্কুল ঘুরে দেখা যায় একই চিত্র। যে সব স্কুল টিনের চালা রয়েছে তাদের অবস্থা আরও করুণ। দুপুর হওয়ার সেখানে আগেই বাজে ছুটির ঘণ্টা।

সর্বশেষ খবর