রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

সিএনজি স্টেশন সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পশ্চিম ঢাকা রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে ফিলিং স্টেশনটি সিলগালা এবং স্টেশনের ব্যবস্থাপক টিপু সুলতানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে সান্তাহার শহরের ঢাকা রোড এলাকায় কয়েকজন অসাধু ব্যবসায়ী অনুমোদনবিহীন ও অবৈধ সিএনজি স্টেশন তৈরি খোলা আকাশের নিচে বিক্রি শুরু করেন। গত ২৬ মার্চ তৎকালীন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুলতান আহম্মেদ নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ফিলিং স্টেশনটি পুলিশ হেফাজতে হস্তান্তর করেন। এরপর কিছুদিন স্টেশনটি বন্ধ থাকার পর পুনরায় চালু হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর