শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

তিস্তায় পানি বাড়ছে চরাঞ্চল প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১২টা পর্যন্ত তিস্তার পানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পানি বৃদ্ধি পেলেও এখনো আশঙ্কার পর্যায়ে যায়নি। তারপরও আমরা সতর্ক রয়েছি। সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি রেখেছি।’

সর্বশেষ খবর