সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

উন্মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণ

হুমকির মুখে পড়বে চাষাবাদ

নওগাঁ প্রতিনিধি

উন্মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণ

নওগাঁর আত্রাইয়ে বিলসুতি বিলে নির্মিত বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত জলাশয় বিলসুতি বিলে মাছ চাষের জন্য স্থায়ীভাবে কৃত্রিম বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে গত ১৯ জুন বাঁধ নির্মাণে ব্যবহৃত দুটি স্ক্যাবেটর জব্দ করে। আবারও স্ক্যাবেটর এনে বাঁধ তৈরি অব্যাহত রেখেছে অভিযুক্তরা। এ বাঁধ নির্মাণ করা হলে কয়েক হাজার কৃষক ফসলি জমি নিয়ে এবং মৎস্যজীবীরা জীবিকা নির্বাহে বিপাকে পড়বেন। ভুক্তভোগীরা দ্রুত বাঁধ ভেঙে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বাঁধ নির্মাণে সম্পৃক্ত স্থানীয় হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘বিলসুতি বিলে কয়েক বছর ধরে মাছ চাষ করা হচ্ছে। আগে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করা হতো। এবার মাছ চাষ করার লক্ষ্যে কয়েকশ সদস্য মিলে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে কৃষক ও মৎস্যজীবীদের কোনো ক্ষতি হবে না।’ আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানাউল ইসলাম বলেন, ‘বিলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ক্যাবেটর মেশিন জব্দ করা হয়েছে। বাঁধ নির্মাণ কাজ বন্ধে আইনগতভাবে যা করা দরকার তা করা হবে। জানা যায়, আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ও রাজশাহীর বাগমারার কিছু অংশ নিয়ে উন্মুক্ত জলাশয় বিলসুতির অবস্থান। প্রায় ৭ বছর আগে এ উপজেলার উন্মুক্ত জলাশয়ের অংশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন হয়েছে। ফলে এ বিলের পানি গজমতখালি খাল দিয়ে নেমে শুটকিগাছা হয়ে আত্রাই নদীতে গিয়ে নামে। এ জলাশয়ে আষাঢ় থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পানি থাকে। এ পানি দিয়ে কয়েক গ্রামের কৃষক প্রায় ৩ হাজার বিঘা জমির বোরো ও আউশ আবাদ করে। এছাড়া ওইসব গ্রামের প্রায় ৫০০ মৎস্যজীবী এ জলাশয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। দুই বছর ওই জলাশয়ে প্রভাবশালীরা বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করেছেন। এ বছর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খালের মুখ বন্ধ করে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ বাঁধ নির্মাণ হলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের খাল খননের উপকার থেকে বঞ্চিত বিলসুতি বিল। এছাড়া বোরো মৌসুমে পানি বিল থেকে বের হতে না পেরে জলাবদ্ধতার কারণে বোরো আবাদ ব্যাহত হবে বলে মনে করেন কৃষকরা।

সর্বশেষ খবর