মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সড়কে ঝরল ১৪ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১৪ প্রাণ

আট জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও যুবলীগ নেতা রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ দিনাজপুর : বীরগঞ্জ-পাকেরহাট আঞ্চলিক সড়কে গতকাল সকালে বালুবাহী ট্রাক্টরচাপায় মারুফ (১৬) ও রানা (১৫) নামে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মারুফ বীরগঞ্জ উপজেলার আবদুল লতিফের এবং রানা আনোরুল ইসলামের ছেলে। দুজনেই সনকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এদিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরে পিকআপচাপায় মারা গেছে কামরুজ্জামান নামে এ শিক্ষার্থী। ময়মনসিংহ : গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার-টোক সড়কে এ ঘটনা ঘটে। এদিকে ভালুকায় গতকাল ভোরে পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে পিকআপভ্যানের চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ তাহের মিয়া, তাইজুদ্দিন ও বাবলু। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সকালে ব্যাটারিচালিত অটোরিকশা-বাস সংঘর্ষে অটোচালক বাবুল মিয়া (৬০) নিহত হয়েছেন।

এদিকে দুপুরে আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গিয়াস উদ্দিন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক। চট্টগ্রাম : চান্দগাঁও এলাকায় গতকাল বাসে আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় দুই বাসের সংঘর্ষে মারা গেছেন একটির হেলপার। নিহত ইউসুফ (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার আবদুল লতিফের ছেলে। লালমনিরহাট : আদিতমারী উপজেলায় রবিবার রাতে ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (২৮) নামে এক সহকারী চালক নিহত হয়েছেন। রুবেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার তোজাম উদ্দিনের ছেলে। নাটোর : বড়াইগ্রামের আহম্মদপুরে গতকাল সকালে ট্রাকচাপায় আবদুল গফুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুর রশিদ মিয়া (৬২) নামে সাবেক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় গতকাল সকালে পিকআপ ভ্যান-অটোচালিত সিএনজি সংঘর্ষে তহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রামগঞ্জ উপজেলার জয়পুরা এসআরএমএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর