মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন পূরণ হচ্ছে বেনাপোলবাসীর

ঢাকা-বেনাপোল ঈদের আগেই এক্সপ্রেস রেল

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলছে। রেলপথে যাত্রী সেবা আরও এক ধাপ এগিয়ে নিতে কোরবানি ঈদের আগেই বেনাপোল-ঢাকা রুটে চালু হচ্ছে এক্সপ্রেস রেল সার্ভিস। এই রেল সার্ভিস চালুর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। স্থানীয়রা জানান, বেনাপোল হয়ে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ। এ কারণে ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য এই পথে দেশের সিংহভাগ মানুষ যাতায়াত করে। তাই রেল চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে। ভারত-বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘খুব তাড়াতাড়ি বেনাপোল-ঢাকা রুটে রেল চালু হবে। রেল সেবা চালু হলে সম্প্রসারণ ঘটবে ব্যবসা-বাণিজ্যের। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ঈদুল আজহার আগে বেনাপোল-ঢাকা ট্রেন চালু হবে। এই ট্রেনে ১০টি বগি থাকবে। এর মধ্যে দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০, এসি চেয়ার এক হাজার ও নন-এসি চেয়ার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ খবর