বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় দিনে রাস্তায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিদিন ডেস্ক

দ্বিতীয় দিনে রাস্তায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা

রাজস্ব খাত থেকে বেতনের দাবিতে বরিশালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে বন্ধ রয়েছে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিনিধিদের খবরÑ বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যসোসিয়েশন বরিশাল শাখার ব্যানারে কর্মসূচিতে জেলার ছয়টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ময়মনসিংহে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে পৌসভার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। টাঙ্গাইলে বক্তারা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতাসহ অন্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। ঠাকুরগাঁওয়ে বক্তারা বলেন, পৌরসভা কর্মচারিদের বেতন ভাতা সময়মতো দিতে না পারায় পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া লক্ষ্মীপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ভোলা, ফরিদপুর, চাঁদপুর, কক্সবাজার, পিরোজপুর, শেরপুর ও নোয়াখালীতে একই কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর