বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রানীনগর বাইপাস সড়ক খানাখন্দে ভরা

নওগাঁ প্রতিনিধি

রানীনগর বাইপাস সড়ক খানাখন্দে ভরা

নওগাঁর রানীনগরের বাইপাস সড়ক -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রাণীনগরের গুরুত্বপূর্ণ স্থান বিজয়ের মোড়ের যানজট নিরসনে ২০১৬ সালে মহিলা অনার্স কলেজ মোড় থেকে উপজেলা প্রেস ক্লাব পর্যন্ত নির্মাণ করা হয় বাইপাস সড়ক। খানা-খন্দে বর্তমানে এই সড়কটি বেহাল দশা হয়েছে।  সড়কের মাঝ অংশের মাটি দেবে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোনো কোনো অংশে উঠে গেছে ইট। শুষ্ক মৌসুমে চলাচলের তেমন সমস্যা না হলেও বর্ষায় মরণ ফাঁদে পরিণত হয়। উপজেলার পূর্ববালুভরা গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের জন্য এই বাইপাস রাস্তাটি খুবই প্রয়োজনীয়। নির্মাণের কয়েক বছর পার হলেও জনগুরুত্বপূর্ণ সড়কটিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। এই রাস্তা দিয়ে মালবাহী টাক্টর, ট্রাক, ভটভটি থেকে শুরু করে ভ্যানগাড়ি চলাচল করে। যার কারণে বিজয়ের মোড়ে যানজটের কবলে পড়তে হয় যাত্রীসাধারণের। স্থানীয় ভ্যানচালক আজাদ রহমানসহ অনেকে অভিযোগ করেন, এটুকু রাস্তার জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। অনেকবার ভ্যান উল্টে যাত্রীসহ অনেকের হাত-পা ভেঙেছে। বিশেষ করে বিপদে পড়তে হয় বর্ষার সময়। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। স্থানীয় খট্টেশ্বর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বলেন, ‘এই রাস্তাটি সংস্কারের জন্য কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দেওয়া হয়েছে। আশা করছি অল্পদিনের মধ্যেই কাজ শুরু হবে।’ উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য উপর মহল বরাবর প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যেই বরাদ্দ পাওয়া যাবে। আর বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’

সর্বশেষ খবর