বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চুলা বিস্ফোরণে দগ্ধ সানজিদা মারা গেছেন

নাটোর প্রতিনিধি

নাটোরে ছাত্রী নিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ এনএস সরকারি কলেজের তিন ছাত্রীর একজন সানজিদা ইয়াসমিন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। সানজিদা ইয়াসমিন সন্ধ্যা নাটোরের লালপুর উপজেলার বড়বিলশা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে। এনএস সরকারি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বলেন, সানজিদার অকাল মৃত্যুতে তারা শোকাহত। এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

ওই ঘটনায় দগ্ধ আরেক ছাত্রী শামীমার অবস্থাও সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শামীমার সুস্থতা কামনাসহ সানজিদার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ জুন নাটোর শহরের জ্যোতি ছাত্রী নিবাসে কেরোসিনের চুলায় রান্না করার সময় বিস্ফোরণে তিন কলেজছাত্রী শামিমা, ফাতেমাতুজ্জোহার ও সানজিদা দগ্ধ হয়েছিলেন।

সর্বশেষ খবর