বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তিন জেএমবির ১০ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির তিন সদস্যকে ১০ বছর করে কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দন্ডাদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের সেলিম ওরফে হারুন, গোমস্তাপুরের নিমতলা কাঁঠাল গ্রামের শাহাদাৎ ওরফে নয়ন ও কয়লাদিয়াড় গ্রামের আবদুল মুমিন।  এপিপি আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব ও বিজিবি সদর উপজেলার জহুরপুরে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য সেলিমকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর