বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মেঘনায় ভাসছে তিন বিদেশি কনটেইনার

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে ভাসছে বিদেশি তিনটি কনটেইনার। এর মধ্যে একটি মনপুরার রামনেওয়াজ মাছঘাটের পাশে আটকে আছে। অন্য দুটি জোয়ারে হাতিয়ার দিকে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, কনটেইনারটির গায়ে  TRITON INTERNATIONAL-এর সিল মারা রয়েছে। সেই সঙ্গে কাস্টমসের অনুমোদনের সিল রয়েছে। এদিকে কনটেইনারটির নিচে ও ওপরের কিছু অংশ ভেঙে গেছে। ওই ভাঙা অংশ দিয়ে ভিতরের বস্তাভর্তি তুলা দেখা যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে নদীতে ভেসে আসা একটি বিদেশি কনটেইনার রামনেওয়াজ মাছঘাটের পাশে ব্লকবাঁধের ওপর আটকে যায়। রাতভর সেখানে থাকার পর গতকাল সকালে স্থানীয়রা কনটেইনারটি শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখেন। জানা যায়, রবিবার করিম শিপিংলাইনের কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্লেডিয়েটর’ পণ্যভর্তি ৮৩ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও যাওয়ার পথে হাতিয়া চ্যানেলের লালবয়ার কাছে পৌঁছালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। এ সময় ৪৩টি কনটেইনার ছিটকে সাগরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, সেগুলোই ভাসতে ভাসতে মনপুরায় চলে এসেছে।

 

সর্বশেষ খবর