শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ তিন ব্রিজে দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ তিন ব্রিজে দুর্ভোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শ্রীকাইল-মেটংঘর একটি ব্যস্ততম সড়ক। এ সড়কের ঝুঁকিপূর্ণ তিনটি ব্রিজের জন্য সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যানবাহন চালক, যাত্রী, পথচারীসহ লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি ব্রিজের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে তা মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।  জানা যায়, শ্রীকাইল-মেটংঘর-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা, কুমিল্লা, কোম্পানীগঞ্জ ও মুরাদনগর, বাঙ্গরা থানায় যাতায়ত করে। এছাড়া শ্রীকাইল বাজার, সরকারি কলেজ, হাই স্কুল, গার্লস স্কুল, সোনাকান্দা কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রীকাইল নতুন গ্যাস ফিল্ডে যাওয়ার জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। মেটংঘর থেকে শ্রীকাইল যেতে প্রথমেই ঘোড়াশাল নামক স্থানে বড় একটি ব্রিজ বহু বছর ধরে পরিত্যক্ত। ব্রিজের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই ব্রিজের পাশ দিয়ে বাপেক্সের নির্মিত বিকল্প সড়ক দিয়ে এখন চলাচল করছে। তবে সংযোগ সড়কটি পাকাকরণ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। ঘোড়াশাল গ্রামে আরো একটি বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ার অবস্থা। স্টিলের পাটাতনে ছোট-বড় একাধিক ছিদ্র হয়েছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশার চাকা আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোনাকান্দা কবরস্থান সংলগ্ন ব্রিজটি কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের মাঝখানের অংশ ধসে পড়ায় পথযাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ জানান, নতুন করে ব্রিজ র্নিমাণের প্রস্তাবনা তৈরি হচ্ছে। প্রস্তাবগুলো অনুমোদন হলেই নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

সর্বশেষ খবর