শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাত সদস্যের অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন সাত সদস্য। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করেন প্যানেল চেয়ারম্যান মো. আলেক, ইউপি সদস্য হাফিজ উদ্দিন, আবুল হোসেন, মতিউর রহমান, কামাল উদ্দিন, গোলাম মোস্তফা ও গাজী মো. মহসিন। তবে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের দাবি- তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। ইউএনও আফরোজা পারভীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে উল্লেখ করা হয়- বিগত তিন বছরে ইউনিয়ন উন্নয়ন, মাসিক সমন্বয় সভা আহ্বান করা হয়নি। চকিদারি টেক্স, ট্রেড লাইসেন্স, বিবিধ তহবিলের আয় থেকে মেম্বারদের মাসিক সম্মানি ভাতা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এছাড়া এলজিএসপি, কর্মসৃজন এবং ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ করা হয়।

সর্বশেষ খবর