শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাটোরে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিয়ন হোসেনকে কুপিয়ে জখম মামলায় আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল দুপুরে নাটোর শহরের কান্দিভিটুয়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসামি জুয়েল উদ্দিনের স্ত্রী মিম আক্তার প্রিয়া, শাশুড়ি মারুফা বেগম, নানা শ্বশুর মকসেদ আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিম জানান, পূর্বশত্রুতার জের ধরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নাটোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিয়ন হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এই ঘটনায় পুলিশ দিঘাপাতিয়া জালাল উদ্দিনের ছেলে এবং এমকে কলেজের পিওন জুয়েল উদ্দিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।  ভিকটিম নিয়ন হোসেন আইনজীবী সমিতির সদস্য হওয়ার কারণে পরবর্তীতে কোনো আইনজীবী জামিন শুনানিতে অংশগ্রহন না করায় জামিন হচ্ছে না আসামি জুয়েলের। জামিন শুনানির জন্য আইনজীবী চেয়ে জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত আবেদন করেন জুয়েলের পিতা জালাল উদ্দিন। তারপরেও আইনজীবী না পাওয়ায় জামিন না পাওয়ার পাশাপাশি নির্দেশ প্রমাণের সুযোগও পাচ্ছে না পরিবারটি।

সর্বশেষ খবর