শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ময়মনসিংহে হেলে পড়েছে দুটি বহুতল ভবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় দুটি বহুতল ভবন আকস্মিকভাবে হেলে পড়েছে। বুধবার রাতে এমন খবর ছড়িয়ে পড়লে ভবন দুটির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই ভবন দুটির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, ভবন দুটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভবন মালিক স্থানীয় ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান দুলাল জানান, ভবন নির্মাণে কোনো ত্রুটি নেই। পাশের ভবনটিও তার আত্মীয়ের। তৎকালীন পৌরসভার ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন ও নকশার মাধ্যমে অনুমোদন নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর