শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাবির উন্নয়নে কাজ করতে চাই : লিটন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুউচ্চ স্থানে আছে। এই ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার মান যেমন উন্নত তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনেক এগিয়ে। তবে শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ের জন্য আরও কিছু স্থাপনা করা দরকার। যা খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকান্ড বৃদ্ধিতে সহায়তা করবে। এর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে খুব বেশি সহযোগিতা করা হয়নি। তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই। গতকাল বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন মাঠে শেখ রাসেল মডেল স্কুলের নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া।

সর্বশেষ খবর