রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে রাজশাহীর পুঠিয়ায় কর্মরত পুলিশ সার্জেন্ট আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে। সিরাজগঞ্জ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে স্ত্রী রানী পারভীন এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রানী জানান, ২০১৬ সালে বগুড়ার শেরপুর উপজেলার আনোয়ারুল হকের ছেলে আতিকুর রহমান আতিকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ট্রাফিক সার্জন পদে চাকরির জন্য ৮ লাখ টাকা যৌতুক নেয়। চাকরি নেওয়ার পর আরো যৌতুকের জন্য মারপিটসহ তাকে মানসিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আরো ৮০ হাজার টাকা ও একটি সোনার চেইন দেওয়া হয়। এরপরও নির্যাতন না থামায় আমি বাবার বাড়ি এসে সিরাজগঞ্জ আদালতে মামলা করি। পরে আদালতে হাজির হয়ে আমাকে নিয়ে সংসার করবে বলে মুচলেকা দিয়ে জামিন নেয় আতিক। জামিন নেওয়ার পর আমাকে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে হত্যার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা থেকে ফেলে দেয় সে। এ ঘটনায় আদালতে আরো একটি মামলা হয়েছে। রানীর অভিযোগ, বর্তমানে আতিকের সহকর্মী সিরাজগঞ্জের কয়েকজন ট্রাফিক পুলিশ দিয়ে প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় রানী ও তার পরিবারের সদস্যদের জীবন শঙ্কায় রয়েছে।

 তিনি দ্রুত মামলা তদন্তপূর্বক আতিকের শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ খবর