রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় সড়কে প্রাণ গেছে সাতজনের। নিহতদের মধ্যে চাচা-ভাতিজা, কলেজের প্রভাষক এবং এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল সকালে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে আম ব্যবসায়ী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকা মিরপুর-১০ নম্বর এলাকার মোজাফফরের ছেলে আব্দুল মজিদ মজুমদার (৬০) ও সুরুজ মিয়ার ছেলে আবুল খায়ের (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা  হয়েছে। সাতক্ষীরা : পাটকেলঘাটায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় মারা গেছেন কলেজ শিক্ষিকা জাহানারা বেগম। এ সময় চালক-হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত জাহানারা পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক ছিলেন। তার বাড়ি তালা উপজেলায়। দুর্ঘটনায় সময় তিনি কলেজে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও : মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে খেজমত আলী নামে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত খেজমত আলী রাণীশংকৈল উপজেলার হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত যুবক জিয়ারুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৯ জুন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলেন জিয়ারুল।

পটুয়াখালী : দুমকিতে ট্রাক উল্টে এক ভেকু শ্রমিক নিহত    হয়েছেন। দুমকি উপজেলার বটতলা নামক এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহতের নাম  সাইদুজ্জামান (৩২)। তিনি সাভারের আমীন বাজার এলাকার      হোসেন আলীর ছেলে। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গতকাল ভোরাতে বাসচাপায় আবুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কাশেম উপজেলার পুরুড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

সর্বশেষ খবর