রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি নিখোঁজ ৫

পটুয়াখালী প্রতিনিধি

বৈরী আবহাওয়া কারণে সাগর উত্তাল থাকায় সোনার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ রয়েছে বলে জানায় পুলিশ ও ট্রলার মালিকরা। ঘটনাস্থল গভীর সাগরে আর সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে যেতে পারছে না পুলিশ। তবে পুলিশ এ বিষয়ে খোঁজখবর রাখছে।

ট্রলার মালিক সেলিম মাঝির জামাতা জুয়েল প্যাদা জানান, তার শ্বশুরের মালিকাধীন ট্রলারে ১৪ জেলের মধ্যে ১২ জন ফিরে আসেলেও দু’জন এখনও নিখোঁজ । রাঙ্গাবালী থানার ওসি জানান, চালিতাবুনিয়া ও ছোটবাইশদিয়া এলাকার দুটি মাছধরারত ট্রলার গভীর সাগরে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জেলে নিখোঁজ রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখনও বহু মাছ ধরার ট্রলার সাগরে রয়েছে বলে জানান জেলেরা।

সর্বশেষ খবর