সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পুকুর খননে ‘পুকুর চুরি’

নামমাত্র কাজ করে লাখ লাখ টাকা লোপাট

সরকার হয়দার, পঞ্চগড়

পুকুর খননে ‘পুকুর চুরি’

পঞ্চগড়ে নামমাত্র খনন করা একটি পুকুর -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ থেকে ছোট-বড় ২৭টি পুকুর পুন:খননে ব্যাপক অনিয়ম হয়েছে। নামমাত্র খনন করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। যাচাই-বাছাই না করে ঠিকাদারদের সব বিল পরিশোধও করেছে মৎস্য বিভাগ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান বলেন, ‘সরকার বিলুপ্ত ছিটমহলবাসীর জন্য পুকুর পুনঃখননের বিশেষ প্রকল্প দিয়েছে। সেই প্রকল্পে মৎস্য বিভাগের কর্মকর্তা এবং ঠিকাদাররা সীমাহীন অনিয়ম করেছে। আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ মৎস্য বিভাগসূত্রে জানা যায়, রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্পের অধীন পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহলের ব্যক্তি মালিকানা ২৩টি এবং চারটি সরকারি পুকুর পুনঃখনন কাজ শুরু হয় গত ফেব্রুয়ারিতে। ২৭টি পুকুরে জন্য বরাদ্দ দেওয়া হয় ৯৪ লাখ ৮৮ হাজার টাকা। চারজন ঠিকাদার এই পুনঃখনন কাজ করেন। তারা হলেনÑ জাকিয়া খাতুন, তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম ও এসএম মাহফুজুল হক। বিলুপ্ত গাড়াতি ছিটমহলের একটি পুকুর খননের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ ৭৩ হাজার টাকা। স্কেভেটর দিয়ে তিন-চার ফুট গভীর করে শুধু পুকুরের পাড় ঘেঁষে খনন করা হয়েছে। এ কাজের জন্য স্কেভেটর বিল দেওয়া হয়েছে ৬০ হাজার। বাকি টাকা কি হয়েছে জানেন না পুকুরমালিক আব্দুল মজিদ। তিনি বলেন, ‘পুকুর পুনঃখননের সময় বরাদ্দ কত তা আমাদের জানানো হয়নি। খননের পর যখন সাইনবোর্ড টানিয়ে দিতে আসে তখন জানতে পারি বরাদ্দ ছিল ৫ লাখ ৭৩ হাজার টাকা। এখানে ৭৩ হাজারেও কাজ করা হয়নি।’ বাকি ২৩টি পুকুরপ্রতি এক থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মাত্র ৩০-৫০ হাজার টাকার কাজ হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া সরকারি পুকুরে ৩-২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সেখানে ১ থেকে ৩ লাখ টাকার বেশি কাজ হয়নি বলেও জানান তারা। জেলা মৎস্য কর্মকর্তা ড. আফতাব উদ্দিন বলেন, ‘সামান্য কিছু অনিয়ম থাকতে পারে। অডিট এলেই তাদের টাকা দিতে হয়। পুকুর পুনঃখনন কাজ পর্যবেক্ষণের কমিটি আছে। তারা মাঠে গিয়ে দেখে শুনে সেই অনুযায়ী বিল করে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর