শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাউবোর ৩০০ মিটার বাঁধ নদীগর্ভে, ১০ গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি

পাউবোর ৩০০ মিটার বাঁধ নদীগর্ভে, ১০ গ্রাম প্লাবিত

শরণখোলায় বলেশ্বর নদীতে ধসে যাওয়া বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। শনিবার রাত থেকে বলেশ^র নদীর ভাঙনে বিভিন্ন অংশে ৩০০ মিটার বেড়িবাঁধ, কয়েটি বসতবাড়ি-দোকানপাট ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। এই অবস্থায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এলাকাবাসী জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের আঘাতে পাউবোর ৩৫/১ নম্বর পোল্ডারটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর শরণখোলার সর্বস্তরের মানুষ বলেশ^র নদী শাসন করে টেকসই-উচু বেড়িবাঁধের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে সরকার ২০১৭ সালে বিশ^ব্যাংকের অর্থায়ানে টেকসই ও উচু বাঁধ নির্মাণের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় চীনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে প্রকল্প থেকে বলেশ^র নদী শাসন বাদ দেওয়া হয়। জরাজীর্ণ বেড়িবাঁধের উপর দিয়ে শুরু হয় নতুন বাঁধ নির্মাণ কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধের বেশি ঝঁকিপূর্ণ অংশে কাজ না করে কম ঝুকিপূর্ণ অংশে কাজ করতে থাকে।

 এই অবস্থায় চরম ঝঁকিপূর্ণ অংশে চলতে থাকে ভাঙন। গত ৪ মে সাইক্লোন ‘ফণী’র আঘাতে বেড়িবাঁধটির বিভিন্ন অংশ নদীর পেটে চলে যায়। সর্বশেষ শনিবার রাত থেকে নতুন করে দেখা দেয় ভাঙন। বাঁধ ভেঙে ওই এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে ১০ গ্রামের আমনের বীজতলা, মাছের খামার ও ঘরবাড়ি তলিয়ে গেছে। বাঁধের আরো আধ কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় সাউথখালী ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘সাউথখালীর বলেশ্বর নদী সংলগ্ন আশার আলো মসজিদের দক্ষিণ পাশ থেকে পাউবোর ৩০০ মিটার বাঁধসহ বেশকিছু বসতভিটা-দোকানপাট ও জমি বলেশ^র নদীতে বিলীন হয়েছে। ভাঙন এখনো অব্যাহত আছে। ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাগেরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ-উদ- জামান বলেন, সোমবার (আজ) সকাল থেকে ভাঙনকবলিত এলাকায় রিংবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। রিংবাঁধ নির্মাণ শেষ হলে লোকালয়ে পানি প্রবেশ করতে পারবে না। বলেশ^র নদী শাসনের জন্য বিশ^ব্যাংকের কাছে একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর