সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ভুল ইনজেকশন পুশ

ডাক্তার-নার্স কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শিক্ষার্থীকে নার্সের ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে দায়ের করা মামলায় ডাক্তার ও নার্সের জামিন আবেদন বাতিল করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল অভিযুক্ত ডাক্তার তপন কুমার ও নার্স কুহেলিকা গোপালগঞ্জ সদর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন আবেদন বাতিল করেন। এর আগে ‘অভিযুক্ত চিকিৎসক ও দুই নার্স হাই কোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য জামিন নেন। গত ২০ মে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশন করার আগে কর্তব্যরত নার্স গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অতিরিক্ত মাত্রায় অজ্ঞান হওয়ার ইনজেকশন পুশ করেন। এরপর দেড় মাস পার হয়ে গেলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর