সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না দিলে একটি প্রতিষ্ঠানের কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ব্যবসা করার উদ্দেশ্যে জমি কিনে চিটাগং বিল্ডার্স। ওই জমির কিছু অংশে গরুর খামার রয়েছে। বাকি অংশে মাছ চাষের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সন্ত্রাসীরা ওই প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা চাঁদা  দাবি করে। না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে।  চিটাগং বিল্ডার্সের সোনারগাঁয়ে দেখভাল করছেন হাজী আলাউদ্দিন। সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হুমকি দিয়ে যায়। হাজী আলাউদ্দিন জানান- খামারে প্রায় ৩ শতাধিক গরু রয়েছে। গরুর খাদ্য চাষাবাদ করতেই ২০/৩০ বিঘা জমি লাগে। প্রতিষ্ঠানটির মাছ চাষের পরিকল্পনা নিয়েছে। তাই দেখে মৌসুমী সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জান বলেন, শিল্প কারখানায় চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর