মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

২৪ দিন ধরে ৫০ বাস বন্ধ দুর্ভোগে হাজারো যাত্রী

খুলনা-বরিশাল মহাসড়ক

বাগেরহাট প্রতিনিধি

দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাগেরহাটের উপর দিয়ে উত্তরবঙ্গসহ খুলনা-বরিশাল রুটের অন্তত ৫০টি যাত্রীবাহী বাস চলাচল তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির মধ্যে চলা এই বিরোধ ১৫ দিনের মধ্যে সমাধান করে রুটটি সচল করার দাবি জানিয়েছে সাতটি পরিবহন মালিক সমতির নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্য সমাধান না হলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাগেরহাট কেন্দ্রীয় বাস টামিনালে শনিবার জরুরি সভা ডেকে এই সিদ্ধান্তে কথা জানানো হয়। এদিকে দূরপাল্লার এই রুটে তিন সপ্তাহ ধরে ৫০টি যাত্রীবাহী বাস বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। এদিকে বাস বন্ধ থাকার জন্য বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতি একে অপরকে দায়ী করছে। বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানান, বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। এর জেরে বাগেরহাটের উপর দিয়ে খুলনা-বরিশাল রুটে চলাচলকারী ৫০টি বাস গত ১৫ জুন থেকে বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস-মালিক সমিতির নেতারা। উত্তরবঙ্গসহ খুলনা থেকে আসা বরিশাল-বরগুনা-পটুয়াখালী-পিরোজপুরগামী পরিবহনগুলো ঝালকাঠিতে যাত্রী নামিয়ে আটকে রাখছে। একইভাবে বরিশাল-বরগুনা-পটুয়াখালী ও কুয়াকাটা থেকে আসা পিরোজপুর-বাগেরহাট-খুলনাসহ উত্তরবঙ্গগামী বাসগুলোও চলতে দেওয়া হচ্ছে না। বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন লিপন বলেন, ‘ঝালকাঠি মালিক সমিতির খামখেয়ালীপনা ও চাঁদাবাজির কারণে গত তিন সপ্তাহ ধরে খুলনা-বরিশাল রুটে অন্তত ৫০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা নিরসনে সাতটি বাস মালিক সমিতি সভা করে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল বলেন, ‘গত ২৪ জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দূরপাল্লার যাত্রী পরিবহন করা নিয়ে একটি সিদ্ধান্ত হয়। প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল ও পিরোজপুর বাস-মালিক সমিতি গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর