মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বড়পুকুরিয়ায় আন্দোলন

২০০ শ্রমিকের নামে পুলিশের মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে আন্দোলনকারী ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার রাতে পার্বতীপুর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা বলছেন, তাদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতার আতঙ্কে অনেকে বাড়ি থাকতে পারছেন না। যদিও বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এদিকে রবিবার সকালে অবোরোধ কর্মসূচি থেকে ১১ জন শ্রমিক নেতাকে আটক করার পর ওইদিন বিকালে বিক্ষোভ মিছিল থেকে আরো পাঁচজনকে আটক করায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আটকরা হলেন- হাবিবুর রহমান, আবু সাঈদ, আরিফুল ইসলাম, মাজেদুল, মানোয়ার, মমিনুল, মাজেদুল হক, জিয়াবুল, শাহিনুর, শাহিনুল, রুহুল আমিন, রবিউল, নোমান, আবুল আজাদ, মোস্তাফিজুর ও মোজাহিদুল। পার্বতীপুর মডেল থানার ওসি জানান, আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় আইনশৃংখলা উন্নয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর