বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কলেজের সড়ক বেহাল শিক্ষার্থীদের দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধি

কলেজের সড়ক বেহাল শিক্ষার্থীদের দুর্ভোগ

নোয়াখালীর বেগমগঞ্জে কাদা-পানিতে একাকার সড়ক -বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী সরকারী এসএ কলেজে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতে এ সড়কে পানি ও ময়লা জমে একাকার হয়ে যায়। তখন যানবাহন চলাচল তো দূরের কথা হাঁটার অবস্থাও থাকে না। শত দুর্ভোগ মাড়িয়ে এ পথেই নিয়মিত চলাচর করেন কয়েক হাজার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সড়কে চলাচলে প্রতিনিয়ত বিড়ম্বনার পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনায়ও পড়তে হয় যাতায়তকারীদের।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, চৌমুহনী ছাতার পাইয়া সড়কটির দৈর্ঘ ১১ কিলোমিটার। এরই মধ্যে এ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত কলেজের অংশের কাজও শুরু হবে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কার ও মেরামত না হওয়ায় কলেজে যাতায়াতের একমাত্র সড়কটি এ বেহাল দশায় পরিণত হয়েছে। জাকের হোসে হৃদয় নামে এক শিক্ষার্থী জানান, তিনি চাটখিল থেকে এ কলেজে আসেন। পুরো রাস্তা ভালোভাবে এলেও সম্প্রতি কলেজ রোড দিয়ে রিকশায় যাওয়ার পথে গর্তে হঠাৎ তার রিকশা উল্টে যায়। কাদায় ভরে যায় পুরো শরীর। রাস্তা নিয়ে কিছু বলার নেই, কি বলব? স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা সাধারণ মানুষ কষ্ট পেলেও শিক্ষার্থীদের দুর্ভোগ দেখে নিজেদের কাছে খারাপ লাগে। চৌমুহনী সরকারি কলেজ অধ্যক্ষ এএইচ এম ফারুক বলেন, ‘আমরা এ সড়কের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা ঈদের পর কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে।’ 

সর্বশেষ খবর