শিরোনাম
বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পাহাড় ধসে মৃত্যু

ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে যুগেন্দ্র চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- খাগড়াছড়ি প্রতিনিধি

৪২ কোটি টাকার কাজের উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর পৌর সভায় গতকাল দুপুরে পৌরসভার চন্দ্রায় ৪২ কোটি টাকার বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়। পৌরসভার মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।

- কালিয়াকৈর প্রতিনিধি

চার চাঁদাবাজ আটক

গাজীপুরে পরিবহনে চাঁদাবাজিকালে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- শাহাদাৎ হোসেন, জিহাদ হাসান, রবিউল ইসলাম ও মোশারফ হোসেন সাগর। - গাজীপুর প্রতিনিধি

১০৩ টাকায় চাকরি

মাত্র ১০৩ টাকায় ১৭৯ জনের পুলিশের চাকরি দিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার মেধা তালিকায় উত্তীর্ণ ট্রেইনী রিকরুড কনস্টেবল ১৭৯জনের নাম ঘোষণা করেন। চাকরিপ্রাপ্তদের মধ্যে রিকশা চালক, কৃষক, দিনমজুর, রাজমিস্ত্রি, অটোরিকশা চালক ও তরকারি বিক্রেতার ছেলেমেয়ে রয়েছে।

- সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর