বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পশুর বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পশুর বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বানেশ্বর হাটে ফেলে রাখা ময়লার স্তূপ

পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে জবাই করা পশুর বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন থেকে হাট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। প্রতি শনি ও মঙ্গলবার পুঠিয়া উপজেলার তথা উত্তরবঙ্গের বৃহৎ এই হাটটিতে নানা পণ্য বিকিকিনি হয়। দূরদূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা আসেন এখানে পণ্য নিয়ে। হাটের দুইদিন প্রায় অর্ধশত গরু, মহিষ, ছাগল জবাই করা হয়। জবাই করা এই পশুর বর্জ্য ফেলে রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। কয়েক মাস পরিষ্কার না করায় দুর্গন্ধে গোটা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বানেশ্বর হাট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী সুলতান জানান, মাংসের হাটের পাশে দুটি ডাস্টবিন তৈরি করে দেওয়া হবে। এতে হাটের পরিবেশ দূষণমুক্ত থাকবে।

সর্বশেষ খবর