বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দরপত্র বাতিল কুষ্টিয়ার সেই ২৬ সেতুর

তদন্তে উঠে এল নানা অনিয়ম

কুষ্টিয়া প্রতিনিধি

অনিয়মের অভিযোগ পাওয়ায় কুষ্টিয়ার মিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের আওতাধীন ২৬টি সেতুর দরপত্র বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম খালিদ মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের দল হঠাৎ চলে আসেন মিরপুর উপজেলায়। সরেজমিনে তদন্তে বিস্তর অনিয়ম পান টিমের সদস্যরা।  এ সময় দরপত্রের সব কাগজপত্র ও ফাইল জব্দ করা হয়েছে। ঢাকায় ফিরে প্রতিবেদন দাখিল করবেন টিমের সদস্যরা।  মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, মন্ত্রণালয় থেকে তিন সদস্যের তদন্ত দল এসেছিল। তারা কয়েক ঘণ্টা উপজেলায় অবস্থান করে খোঁজখবর নেন। দরপত্র বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় নতুন করে এ দরপত্র আহবান করা হবে। জানা যায়, কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে তিনটিতে ত্রাণের ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে দুটি উপজেলায় লটারি হলেও মিরপুরে সব কাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় কোন লটারি হয়নি। এর আগে মিরপুর উপজেলায় সিডিউল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠে। অনিয়ম হওয়ায় পিআইও আব্দুল কাইয়ুমকে মন্ত্রণালয় থেকে শোকজও করা হয়।

সর্বশেষ খবর