বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সীমান্তে গবাদিপশুর সঙ্গে আসছে মাদক

অভিনব কৌশল অবলম্বন করছে চোরাচালানিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সীমান্ত দিয়ে ভারত থেকে গবাদি পশুর সঙ্গে আসছে মাদক। গরু-মহিষের সারির সঙ্গে বিশেষ কৌশলে চোরাচালানিরা নিয়ে আসছে এ সব মাদকদ্রব্য। এর মধ্যে আছে ফেনসিডিল ও হেরোইন।

বৈধ বিট খাটাল না থাকায় কে কীভাবে গবাদি পশু নিয়ে আসছে-তা নিয়ে সীমান্তে আইন-শৃঙ্খলাবাহিনীও আছে দ্বিধায়। মাঝে মাঝে মাদকের চালান উদ্ধার হলেও বন্ধ হচ্ছে না চোরাচালান। কোরবানির ঈদ সামনে রেখে সীমান্ত দিয়ে গবাদি পশুর আমদানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মাদক চোরাচালান। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে মাদক আসতে না পারে সেজন্য প্রত্যেক জাওয়ানকে নির্দেশনা দেওয়া আছে। মাদকের ছোবল থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। বিজিবি মহাপরিচালক বলেন, ‘যেহেতু আমাদের জনবল কম, সেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই শূন্যতা পূরণ করতে হবে। এজন্য সীমান্ত এলাকায় সিসি টিভিসহ যন্ত্রপাতি স্থাপন করা হবে। বিজিবি এরই মধ্যে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের সূচনা করেছে। শিগগিরই রাজশাহী সীমান্তে প্রযুক্তির ব্যবহার শুরুর পরিকল্পনা আছে।’ খোঁজ নিয়ে জানা যায়, কোরবানি সামনে রেখে রাজশাহীর খাটাল মালিকরা ব্যস্ত গবাদি পশু আমদানি নিয়ে। এরই মধ্যে আসতে শুরু করেছে গরু ও মহিষ। তবে গরু-মহিষের সারির মধ্যে অভিনব পন্থায় আসছে মাদকের চালান। এ জন্য ব্যবহার করা হচ্ছে সীমান্তের গোদাগাড়ীর বকচর ও চর মাঝাড়দিয়া, দিয়াড় মানিকচক এলাকা। গোদাগাড়ীর বকচর খাটাল মালিক শামিম আক্তার রুমেল জানান, রাজশাহীতে যে কয়টি খাটাল আছে তার সবকটিরই মেয়াদ প্রায় শেষ। আগে যারা খাটাল ইজারা নিয়েছেন, তারা এ বছর আবার নবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। তবে বিট খাটাল দিয়ে গবাদি পশুর সঙ্গে মাদক আসার কথা অস্বীকার করেন তিনি। র‌্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক আসার খবর তাদের কাছেও আছে। তারা প্রতিদিনই বিপুল পরিমাণ মাদক জব্দ করছেন। গবাদি পশুর সঙ্গে মাদকের চালান আসার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবেন। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক কোনো ছাড় নেই বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।’ গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত রাজশাহীতে র‌্যাবের আভিযানে এক কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘সীমান্ত এলাকাগুলোয় আমরা নজরদারি আরও বাড়াচ্ছি। এ নিয়ে বিজিবির সঙ্গেও কথা বলবো।’

সর্বশেষ খবর