বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে ট্রেন, দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁ প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে ট্রেন, দুর্ঘটনার আশঙ্কা

রানীনগরে ঝুঁকিপূর্ণ রেলসেতু -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রানীনগরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে ট্রেন। সেতুর প্রতিটি পিলারের নিচ থেকে ইট খুলে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। জানা যায়, নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার উপর দিয়ে যাওয়া এই রেললাইন ব্রিটিশ আমলে নির্মিত। রানীনগর উপজেলার রতনডাড়া খালের ওপর ২৮৫ নম্বর চকের ব্রিজটিও ওই সময়ে নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজের মাঝখানের পিলারের নিচ থেকে মাটি সরে খুলে যাচ্ছে ইট। এ ব্রিজ দিয়ে উত্তরা, বরেন্দ্র, রূপসা, লালমনি, একতা, পঞ্চগড়, সীমান্ত এক্সপ্রেসসহ দিনে ১৬টি ট্রেন আপ-ডাউন করে। চলাচল করে তেলবাহী ট্যাংকারও। আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, ‘চকের ব্রিজের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খন্দকার শহীদুল ইসলাম বলেন, ‘কোনো ব্রিজ ঝুঁকিপূর্ণ মনে হলে সেখানে নির্দিষ্ট গতিসীমা চিহ্নিত করা হয়। আর পুরোপুরি ঝুঁকি মনে হলে তখন ব্রিজে আলাদা গার্ডার দিয়ে দিই।’    

সর্বশেষ খবর