বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
৮ বগি লাইনচ্যুত

সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটের হলিদাগাছী এলাকায় তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন আবদুর রশীদ নামে এক সহকারী প্রকৌশলী। পশ্চিমাঞ্চল রেলের প্রধান যান্ত্রিক ও টেলিকম প্রকৌশলী অসিম কুমার তালুকদার জানান, বুধবার বিকালে ঈশ্বরদী থেকে তেলবাহী ট্রেনটি ছেড়ে আসে। বেলপুকুর ও সরদহ স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। আজ (বুধবার) সারা রাত লাগবে উদ্ধার কাজ শেষ করতে।

সর্বশেষ খবর