শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৯৯৯ ফোন করে রক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা দেখতে এসে আটকে পড়া ১৫ পর্যটক উদ্ধার হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চার ঘণ্টা চেষ্টার পর ওই দলটিকে উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল। শুক্রবার সকালে চট্টগ্রাম শহর থেকে আসা এই পর্যটকেরা মিরসরাই সদর থেকে ৩ কিলোমিটার পূর্বের পাহাড়ে বোয়ালিয়া ঝরনা দেখতে আসেন। দুপুরে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢলে ছড়ার পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে সেখানে আটকা পড়েন এ পর্যটকেরা। আটকে পড়া দলটির এক সদস্য বলেন, ‘সকালে ১৫ জন মিলে ঝরনা দেখতে যাই। দুপুরে ভারী বৃষ্টি নামলে মুহূর্তেই পাহাড়ি ছড়াগুলোতে তীব্র  স্রোতের সৃষ্টি হয়।

আমাদের মধ্যে অনেকেই সাঁতার না জানায় সেখানে আটকা পড়ি। পরে ট্রিপল নাইনে (৯৯৯) সাহায্য চাইলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।’ তিনি জানান, বেলা ২ টার দিকে তারা ৯৯৯-এ ফোন করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর