রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ড্রেন ও সড়কে রাতের বেলা নিম্নমানের ইট, খোয়া দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভরা বর্ষায়ও কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। অনিয়মের অভিযোগ পেয়ে কয়েকদিন আগে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। চলতি বছরের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেক। ফলে সড়ক খোঁড়াখুঁড়িতে পৌরবাসী দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষা শুরুর পর দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, ‘কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। এখনও অনুমোদন হয়নি।’ তবে কাজ ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের বিষয়টি জানার পর সরেজিমনে পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। ওই সব সামগ্রী দ্রুত সরানোর জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।

 কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর