রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বাবাকে নয়, আমাকে গ্রেফতার করুন

দিনাজপুর প্রতিনিধি

বাবাকে নয়, আমাকে গ্রেফতার করুন

‘বাবাকে নয়, আমাকে গ্রেফতার করুন।’ হাতে লেখা এ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন মোশফিক বাবু (৯) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র। ওই শিশু সাংবাদিকদের জানায়, তার বাবা আসেলউদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মামলা ও পুলিশের ভয়ে বাবা বাড়িতে না থাকায়, তারা কষ্টে জীবনযাপন করছে। এ কারণে সে বাবার জন্য মানববন্ধনে এসেছে। আন্দোলনরত শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধসহ অবিলম্বে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে গতকাল মানববন্ধন করে আন্দোলনরত শ্রমিকদের পরিবারের সদস্যরা। বড়পুকুরিয়া কয়লা খনি বাজারে এই মানববন্ধনে শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ দাবিতে গত ৭ জুলাই আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ হামলা ও লাঠিচার্জ করে। ওই দিনই ৫৪ জনের নামোল্লেখসহ ২০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছে না শ্রমিকরা। মানববন্ধনে আরও বক্তৃতা করেন, আবু সাঈদ, আরিফুল ইসলাম, মাজেদুল হক, কবি শাহাজাহান প্রমুখ।                

সর্বশেষ খবর