রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সড়ক নয়, ডোবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সড়ক নয়, ডোবা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া  প্রধান সড়কের বিভিন্ন অংশে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের অনেক অংশে পানি জমে এসব গর্ত ডোবায় পরিণত হয়। কোথাও কোথাও রয়েছে হাঁটু সমান পানি। প্রতিদিন সড়ক দিয়ে চলাচলকারী প্রায় লক্ষাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চান্দুরা-আখাউড় বাইপাস পর্যন্ত ২১ দশমিক ৯ কিলোমিটার। সড়কের চান্দুরা থেকে সিংগারবিল বাজারের সেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার অংশেরই বেহাল দশা। সড়কটি ২০১০ সালে নির্মাণ করা হয়। ২০১৫ সালেও সড়কটি সংস্কার করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মের্সাস ইসলাম ট্রের্ডাস নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠান চান্দুরা-আখাউড়া সড়কের সংস্কার কাজ করে। কিন্তু কাজ শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই সড়কে খানা খন্দে দেখা

দেয়। বর্তমানে সমস্ত সড়কে অসংখ্য খানাখন্দ আর বড় বড় গর্ত। দিন যতই যাচ্ছে সড়কের বেহাল অবস্থাও বাড়ছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর