রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ইমামদের ভূমিকা শীর্ষক সভা

মাগুরায় সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিতে এ মতবিনিময় সভা উপস্থিত ছিলেন শামীম খান, সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ। মাগুরা পৌর সভার বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসার ১৫০ জন ইমাম-ওলামা মতবিনিময় সভায় অংশ নেন।

-মাগুরা প্রতিনিধি

বর্জ্য থেকে জৈব সার

বাণিজ্যিক ভিক্তিতে নগর বর্জ্য হতে উৎপাদিত জৈব সার ব্যবহারের মাধ্যমে সবজি চাষীদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ফরিদপুরে কর্মশালা হয়েছে। গতকাল ফরিদপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু। সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’র পরিচালক আশরাফুল হাসান কর্মশালায়  সভাপতিত্ব করেন।

-ফরিদপুর প্রতিনিধি

চান্দিনায় কিশোরী ধর্ষণের শিকার

কুমিল্লার চান্দিনায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাকিব উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কেরনখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের রামেশ্বর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। শনিবার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ‘মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আসামির রিমান্ড আবেদন করা হবে।’

-কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর