রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তলিয়ে গেছে টঙ্গীর সড়ক-মহাসড়ক

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক-মহাসড়ক। টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্টেশনরোড এলাকায় টঙ্গী থানা কার্যালয় ও টঙ্গী সরকারি হাসপাতাল, মেঘনা রোড, তালতলা রোড, আরিচপুর, কলেজগেট, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট, এরশাদ নগর, বরবাড়ি বোর্ডবাজার, বাইপাসসহ বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। টঙ্গী মধুমিতা এলাকার এমআর নাছির  বলেন, লোকজন নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে রেখেছে। এতে বৃষ্টির পানি ড্রেনে না গিয়ে সড়কে প্রবাহিত হচ্ছে।  সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নগরজুড়ে রাস্তাঘাট ও ড্রেন নির্মাণসহ উয়ন্নন কর্মকা- অব্যাহত আছে। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সে হিসাবে টঙ্গী ও গাজীপুরের অবস্থা অনেক ভালো আছে।

সর্বশেষ খবর