শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুই টাকার ব্যাংক থেকে ৫০ ছাত্রকে সহায়তা

দিনাজপুর প্রতিনিধি

ব্যাংকের আদলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন স্কুলের ছাত্রীরা। দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী দুই টাকার ব্যাংকের কল্যাণ ফান্ড থেকে সুবিধাবঞ্চিত ৫০ শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে। গতকাল সুবিধাবঞ্চিত ৫০ জন শিক্ষার্থীকে দুই টাকার ব্যাংকে জমানো অর্থ দিয়ে জামা, জুতা, ক্যালকুলেটর, খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান প্রমুখ।  উল্লেখ্য, ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়। দুই টাকার ব্যাংক পরিচালনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে একজন গভর্নর, একজন অর্থসচিব, বিভিন্ন শ্রেণিতে ব্যাংকের ব্রাঞ্চ করা হয়েছে। ক্লাস ক্যাপ্টেনদের ব্যাংক ম্যানেজার এবং সহকারী ক্যাপ্টেনকে করা হয়েছে সহকারী ম্যানেজার। পুরো কার্যক্রম মনিটরিংয়ে আছেন প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।

 

সর্বশেষ খবর