সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চলনবিলে নিধন ডিমওয়ালা বোয়াল

নাটোর প্রতিনিধি

বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের বিভিন্ন জলাশয়, নদী-নালা, খাল-বিলে চলছে মা মাছ নিধনের মহোৎসব। অভিযোগ আছে, একশ্রেণির অসাধু জেলে নদী ও বিলের বিভিন্ন পয়েন্টে কুচ, বাদাই ও কারেন্ট জাল এবং বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ধরে হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি করছেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম বলেন, এ সময়টা মাছের প্রজনন কাল। চলনবিলের মা মাছ ধরা না হলে এরা বিলের মুক্ত জলে ডিম ছাড়তো। এতে বিলে মিঠা পানির মাছ বহুগুণ বৃদ্ধি পেত।

সর্বশেষ খবর