মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কিশোরগঞ্জ-ঢাকা রুট

ছাতা মাথায় ট্রেন যাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-ঢাকা রেল পথে যাত্রীরা ছাতা মাথায় ট্রেনে যাতায়াত করছেন। যাদের ছাতা নেই, তারা পলিথিন দিয়ে বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। বর্ষা মৌসুমে কিশোরগঞ্জ-ঢাকা রুটে ট্রেন যাত্রীদের এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতকাল আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনের একটি বগির যাত্রীরা বৃষ্টিতে কাকভেজা হয়েই কিশোরগঞ্জ থেকে ঢাকা পৌঁছেছেন। ট্রেনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে। সিটে বসা যাত্রীদের কেউ ছাতা মাথায়, আবার কেউ পলিথিন দিয়ে শরীর ঢেকে রেখেছেন। বগির মেঝেতেও পানি জমে রয়েছে। দীর্ঘদিন ধরেই যাত্রীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, তিনি নিজেও ভুক্তভোগী। টিকিটধারী কোনো যাত্রী অভিযোগ করলে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া বলেন, কিশোরগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনের মান এত নিম্নমানের, যা আর কোথাও নেই।

ট্রেন যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ট্রেনের মান উন্নয়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর