শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড়ে হচ্ছে ফোর লেন বাইপাস সড়ক

জেলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে, ভূমিকা রাখবে উন্নয়নে

সরকার হায়দার, পঞ্চগড়

পঞ্চগড়ের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পুরণ হতে চলেছে। ফোর লেন বাইপাস হচ্ছে এই জেলায়। সড়কটি হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্যমতে, শিগগিরই এই বাইপাস নির্মাণের কাজ শুরু হবে। ইতোমধ্যে সাড়ে ১২ কিলোমিটার ফোরলেন বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর জন্য ১০০ একর জমি অধিগ্রহণ করা হবে। করোতোয়া ও চাওয়াই নদীতে নির্মাণ করা হবে দুটি নতুন ব্রিজ। সদর উপজেলার খানপুকুর এলাকা থেকে শুরু হয়ে মীড়গড়, আমতলা হয়ে সুরিভিটায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে যুক্ত হবে। বাইপাস সড়কটি নির্মাণে সময় লাগবে প্রায় তিন বছর। ডিপিপির আওতায় হতে যাওয়া সড়কটি নির্মাণের সার্ভে শুরু হয় ২০১৬ সালে। সওজ জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদনের পর জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) পাশ হলেই জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ শুরু হবে। সওজের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, বাইপাস মহাসড়ক নির্মাণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার অনুমোদন দিলেই কাজ শুরু হবে। জানা যায়, সারা দেশের সঙ্গে পঞ্চগড়ের যোগাযোগের একমাত্র মহাসড়কটি চলে গেছে শহরের মাঝখান দিয়ে। মহসড়কটির দুই পাশে গড়ে উঠেছে হাসপাতাল, ক্লিনিক, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি। এ করণে মহসড়কটি যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল হয়ে উঠেছে ঝুকিপূর্ণ। এছাড়া পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত হয়েছে করোতোয়া নদীর উপর নির্মিত সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাছাড়া বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য এবং ইমিগ্রেশন কার্যক্রম শুরু হলে বর্তমান মহাসড়কটি আরও ব্যস্ত হয়ে পড়ে। জেলার একমাত্র মহাসড়কটিতে হাজার হাজার যান চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ সব কারণে পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি বাইপাস মহাসড়ক। পঞ্চগড় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার জানান, বাইপাস সড়কটি পঞ্চগড়ের মানুষের প্রাণের দাবি।

সর্বশেষ খবর