মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় শাহাদত হোসেন নিহতের ঘটনায় মামলা গ্রহণ, আসামি গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচার দাবি করেছেন শাহাদাতের স্ত্রী তানিয়া জাহান তৃষ্ণা। দিনাজপুর প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন ডেকে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তৃষ্ণা বলেন, স্বামী হত্যার অভিযোগ করলেও জড়িত কেউ আটক হয়নি। কোতয়ালী থানা পুলিশ অজ্ঞাত কারণে মামলা নিতে টালবাহানা করছে। তিনি বলেন, শশরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহাদত। সরকারি দলের একজন নেতাকে সন্ত্রাসীরা পিটিয়ে মারল অথচ এখন পর্যন্ত মামলা গ্রহণ কিংবা কাউকে আটক করল না পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাদতের বাবা, মা, শ্বশুর, শাশুড়ি ও ৪ বছরের মেয়ে তমালিকা। তৃষ্ণা বলেন, শাহাদত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং সহকারী পদে কর্মরত ছিলেন। চাকরিকালীন সময় কয়েকজন বিভিন্ন সময়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ৯ জুলাই সন্ধ্যায় হাসপাতাল এলাকায় শাহাদতকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সর্বশেষ খবর