মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
পার্ক উন্নয়নে অনিয়ম

কুষ্টিয়া জেলা প্রশাসকের বিরুদ্ধে তদন্ত শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

ইকো পার্কের উন্নয়নের জন্য বরাদ্দের ৯০ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের বিরুদ্ধে। এ আর্থিক অনিয়মের বিষয়টি আমলে নিয়ে তদন্তে নেমেছে খুলনা বিভাগীয় কমিশনার অফিস। অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার (উন্নয়ন) গত ৯ জুলাই কুষ্টিয়া এসে সরেজমিন পার্কের কাজসহ বিষয়টি তদন্ত করে গেছেন।

তদন্ত কমিটির প্রধান নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের চিঠির প্ররিপেক্ষিত অর্থের অনিয়ম হয়েছে কিনা তা তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ বলেন, ‘কুঠিবাড়ির উন্নয়নের জন্য আমি একটি ডিও লেটার দিয়েছিলাম। অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে কিনা জানি না।’ জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘কাজে কোনো অনিয়ম হয়নি।’

সর্বশেষ খবর