বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বদলি জেল সুপার ও ডেপুটি জেলার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বদলি জেল সুপার ও ডেপুটি জেলার

বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার নূরন্নবী ভূইয়া। ডেপুটি জেলার হুমায়ুন কবিরকেও বদলি করা হয়েছে। সোমবার তাদের বদলির আদেশ হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জেল সুপার নূরন্নবী ভূইয়াকে মুন্সিগঞ্জ আর ডেপুটি জেলার হুমায়ুন কবিরকে বরগুনা কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি তদন্ত কমিটি গত এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত করে। এতে কারাগারে বন্দি বেচাকেনা, সাক্ষাৎ বাণিজ্য, সিট বাণিজ্য, খাবার বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, পিসি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, কারা অভ্যন্তরে নিষিদ্ধ মালামাল প্রবেশ এবং জামিন বাণিজ্যসহ নানা অনিয়মের চিত্র প্রকাশ পায়। ২৮ এপ্রিল ৫১ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদন দাখিল করার পর মে মাসে ২৬ কারারক্ষির বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারা প্রশাসন। তার আগে বরখাস্ত করা হয় সর্ব প্রধান কারারক্ষি আবদুল ওয়াহেদকে। কারাগারের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে জেল সুপার, জেলার ও ডেপুটি জেলার জড়িত উল্লেখ করে তাদের কম গুরুত্বপূর্ণ জেলা কারাগারে বদলি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। হিসাবরক্ষক নাজিম উদ্দিন, সহকারী সার্জন হুমায়ুন কবির রেজা ও ডিপ্লোমা নার্স নাজিরুল ইসলামের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপ সচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত পত্রে। ২৮ এপ্রিল অভিযুক্ত কর্মকর্তা ও কারারক্ষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এই নির্দেশ মন্ত্রণালয় থেকে কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। এরপর শুধু ২৬ কারারক্ষির বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার চট্টগ্রামের কারা উপ মহাপরিদর্শক মো. ফজলুল হক এই কারাগার পরিদর্শন করেন।

সর্বশেষ খবর